সরকারি খরচে স্কিল ডেভেলপমেন্টের সুবর্ণ সুযোগ!

ফ্রি প্রশিক্ষণ, সরকারি সনদ, ভাতা এবং চাকরির সুযোগ —

আশ্রয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে ৩ মাস মেয়াদী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।

যেখানে প্রশিক্ষণ পাবেন বাস্তবমুখী টেকনিক্যাল কোর্সে, থাকছে দক্ষ প্রশিক্ষক ও সর্বোচ্চ সহায়তা।

🛠️ চলমান কোর্সসমূহ:

1️⃣ রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (RAC) – লেভেল ১

2️⃣ টেইলারিং ও ড্রেস মেকিং (TDM) – লেভেল ২

📆 মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)

👥 আসন সংখ্যা: প্রতি কোর্সে ২৪ জন (আর মাত্র কয়কটি আসন বাকি আছে)

🎓 যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

🟩 ট্রেনিংয়ের বিশেষ সুবিধাসমূহ:

✅ সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।

✅ বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ।

✅ প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান হতে চাকুরি পেতে সর্বোচ্চ সহায়তা পাওয়ার সুযোগ।

✅ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক প্রশিক্ষণ সম্পন্নকারীদের মূল্যায়ন (Assessment) ও সনদায়ন (Certification) করা হবে।

✅ যাতায়াত এবং সম্মানী বাবদ ১২,০০০ টাকা প্রদান।

🔍 আবেদনের যোগ্যতা:

🔸 বয়স ১৮-৪৫ বছর

🔸 জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন

🔸 শিক্ষাগত সনদ ও ২ কপি ছবি

📥 ফরম সংগ্রহ:

🌐https://ashraittc.com/nhrdf-admission-form-download/

📞 01708-493725

📧 attc.bd16@gmail.com

🏢 সরাসরি অফিস থেকেও ফরম পাওয়া যাবে

⏰ সময়: সকাল ৯টা – বিকেল ৫টা (রবি-বৃহঃ)

#আশ্রয়_টেকনিক্যাল_ট্রেনিং#ফ্রি_প্রশিক্ষণ#চাকরির_সুযোগ#স্কিল_ডেভেলপমেন্ট#সরকারি_ট্রেনিং

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top